Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

জনগনের সভা

প্রশাসনকে গতিশীল, যুগোপযোগী এবং উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার যে সকল দায়িত্ব অর্পণ করেছেন তা নিষ্ঠার সাথে প্রতিপালন করা এবং প্রশাসনকে আরো বেশি স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় আনয়নের লক্ষ্যে জেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মহোদয় সাধারণ মানুষ এবং সেবাপ্রার্থীদের সুবিধা-অসুবিধা, সেবার মানের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে সপ্তাহের প্রতি বুধবার ‘জনগণের সভা’ নামক গণশুনানীতে অংশগ্রহণ করেন। এছাড়া বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ই-মেইল এবং টেলিফোন/মোবাইলের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সেবাপ্রার্থীদের অবাধ যোগাযোগের সুযোগ রয়েছে। উল্লেখ্য যে, জেলা প্রশাসকের কার্যালয়ে আগত যে কোন সেবাপ্রার্থীর তথ্য ও সেবাপ্রাপ্তির সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে ফ্রন্ট ডেস্ক এবং ই-সেবা কেন্দ্র চালু আছে।