মহান বিজয় দিবস-২০১২ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরায় রচনা ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রচনা প্রতিযোগিতার বিষয় ও গ্রুপ বিভাজন নিম্নরুপঃ
১। গ্রম্নপ ‘‘ক’’ (চতুর্থ- অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ) -বিজয় দিবসের উৎসব (১০০০ শব্দের মধ্যে)
২। গ্রম্নপ ‘‘খ’’ (নবম- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ) -বিজয় দিবসঃ প্রত্যাশা ও প্রাপ্তি (১৫০০ শব্দের মধ্যে)
৩। গ্রম্নপ ‘‘গ’’ (সণাতক- সণাতকোত্তর শিক্ষার্থীগণ) -বাংলাদেশের চলচিত্রে মুক্তিযুদ্ধ (১৮০০ শব্দের মধ্যে)
৪। গ্রম্নপ ‘‘ঘ’’ (সর্বসাধারণ) -বিজয় দিবসের তাৎপর্য ও যুদ্ধাপরাধীদের বিচার (২০০০ শব্দের মধ্যে)
রচনা ও বইপাঠঃ জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা অফিসে ২০/১২/২০১২ খ্রি. তারিখের মধ্যে জমা দিতে হবে।
শর্তাবলীঃ
১। রচনা A4সাইজের সাদা কাগজে স্বহস্তে (প্রতি পাতার একদিকে) লিখতে হবে। একাধিক কাগজ ব্যবহার করা যাবে।
২। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি সহ রচনা আগামী ২০/১২/২০১২ খ্রি. তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দিতে হবে।
৩। পূর্ণনাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, শাখা, রোল নং সহ টেলিফোন/ মোবাইল নম্বর (নিজ/পিতা/মাতা) উলেস্নখ করতে হবে নতুবা রচনাটি বাতিল বলে গণ্য হবে।
৪। সর্বসাধারণের ক্ষেত্রে মেয়র/কাউন্সিলর, চেয়ারম্যান/মেম্বার অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার প্রত্যায়নসহ দাখিল করতে হবে।
৫। বইপাঠের ক্ষেত্রে প্রয়োজনীয় বই ও ফরম গণগ্রন্থাগার থেকে সরবরাহ করা হবে।
৫। সুবিধাজনক সময়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হবে। শুধুমাত্র বিজয়ীদেরকেই টেলিফোনের মাধ্যমে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান জানানো হবে।
৬। আরও বিস্তারিত জানার জন্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
(মোঃ মনজুর আলম)
লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার
মাগুরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস