শিরোনাম
জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা এর অফিসসহ পাঠকক্ষের নতুন সময়সূচি
বিস্তারিত
এতদ্বারা জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা এর পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, গণগ্রন্থাগার অধিদপ্তরের ০৩/০৬/২০১২ খ্রি. তারিখের স্মারক নং গগ্রঅ/৪প-৬/০৮/১৪৪৭ অফিস আদেশ অনুযায়ী জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা এর অফিসসহ পাঠকক্ষ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পরিবর্তে বৃহস্পতিবার ও শুক্রবার নির্ধারণ করা হয়েছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল ১০.০০ টা হতে সন্ধা ০৬.০০ টা পর্যন্ত অফিসসহ পাঠকক্ষ খোলা থাকবে। সরকার ঘোষিত অনান্য সকল সরকারি ছুটি যথারীতি বহাল থাকবে। জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা এর অফিসসহ পাঠকক্ষের সময়সূচি নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করা হলো।
জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা এর
অফিসসহ পাঠকক্ষের সময়সূচি:
শনিবার থেকে বুধবার সকাল ১০.০০ টা হতে সন্ধা ০৬.০০ টা পর্যন্ত।
বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি/বন্ধ।