অফিসের নাম: জেলা লিগ্যাল এইড অফিস, মাগুরা
অফিসের বর্ণনা: আইনগত সহায়তা আইন, ২০০০ এর অনুযায়ী আইন সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসে যাবতীয়
কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা জজ আদালত ভবনের নিচতলায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়ন সহকারী জজ) উক্ত অফিস
এর অফিস প্রধান হিসাবে কার্যক্রম পরিচালনা করেন।
অফিসের কার্যক্রম: আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে
বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান তথা আইনি পরামর্শ, আপোষ মীমাংসা এবং মামলার ব্যয়ভার বহন সহ ইত্যাদি কার্যক্রম।
অফিস প্রধানের প্রোফাইল
নাম: নুসরাত জাবীন নিম্মী
পদবী: জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), মাগুরা।
ব্যাচ : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৪র্থ ব্যাচ (২০১০)
ই-মেইল : dlac.magura@gmail.com
মোবাইল নং : ০১৭১৬-০০৭২৯৫
টেলিফোন নং : ০৪৮৮-৫১১৬২
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ: ২৩/০৬/২০১৯
কর্মচারীদের প্রোফাইল
০১ ) নাম : মোঃ ইসমাইল হোসেন
পদবী : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
মোবাইল নং : ০১৭০০-৭৮৪৩০৯
০২) নাম : মোঃ মুরাদ হোসেন
পদবী : অফিস সহায়ক
মোবাইল নং : ০১৭৯০-৯৩৫৮৭৭
যোগাযোগের ঠিকানা : জেলা জজ আদালত ভবন (নীচতলা), মাগুরা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস