আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ
(জেএম শাখা)
ক্রমিক নং |
প্রশ্ন |
উত্তর |
০১. |
আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায় ? |
জে.এম শাখা, জেলা প্রশাসকের কার্যালয় অথবা প্রিন্ট করুন আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম |
০২. |
আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী ? |
একনালা/ দুইনালা বন্দুক / রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। পিসতল/ রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
|
০৩. |
কাকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা যায় ? |
প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা, বিশিষ্ট শিল্পপতি যার বাৎসরিক আয়কর-২,০০,০০০/- টাকা। লাইসেন্সধারীর বার্ধক্যজনিত কারণে এবং মৃত্যুজনিত কারণে ওয়ারিশের অনুকূলে অস্ত্র হস্তান্তরের ক্ষেত্রে লাইসেন্স প্রদান করা হয়।
|
০৪. |
বয়স ? |
একনলা/ দুইনালা বন্দুক/ রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ২৫ বৎসর। পিসতল/ রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে- ৩২ বৎসর।
|
০৫. |
কি কি কাগজপত্র আবশ্যক ? |
জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট।
|
০৬. |
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত ? |
একনলা/ দুইনালা বন্দুক লাইসেন্সের ক্ষেত্রে ফি- ২০০০/- টাকা। পিসতল/ রিভলবার/ রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ফি- ৪০০০/- টাকা।
|
০৭. |
কখন নবায়ন করতে হয় ? |
সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন।
|
০৮. |
নবায়ন ফি কত ? |
গাদা বন্দুক/তরবারির ক্ষেত্রে- ৪০০/- টাকা। একনলা/ দুইনালা বন্দুকের লাইসেন্সের ক্ষেত্রে ফি-৮০০/- টাকা। পিসতল/ রিভলবার/ রাইফেল এর লাইসেন্সের ক্ষেত্রে ফি- ২০০০/- টাকা।
|
জুয়েলারী লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ
( নেজারত শাখা)
ক্রমিক নং |
প্রশ্ন |
উত্তর |
০১. |
জুয়েলারী লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ? |
ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহপূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
|
০২. |
কি কি কাগজপত্র আবশ্যক ? |
দোকান ঘরের ভাড়াটিয়ানামা/ দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
|
০৩. |
জুয়েলারী লাইসেন্স ফি কত ? |
ফি -১০০০/- টাকা।
|
০৪. |
জুয়েলারী লাইসেন্সের নবায়ন ফি কত ? |
নবায়ন ফি- ৫০০/- টাকা।
|
লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ
( নেজারত শাখা)
ক্রমিক নং |
প্রশ্ন |
উত্তর |
০১. |
জুয়েলারী লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ? |
ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহপূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশিলষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
|
০২. |
কি কি কাগজপত্র আবশ্যক ? |
দোকান ঘরের ভারাটিয়ানামা/ দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
|
০৩. |
লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্স ফি কত ? |
ফি -১০০০/- টাকা।
|
০৪. |
লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্সের নবায়ন ফি কত ? |
নবায়ন ফি- ৫০০/- টাকা।
|
ইটভাটার লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ
( নেজারত শাখা)
ক্রমিক নং |
প্রশ্ন |
উত্তর |
০১. |
ইট ভাটার লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ? |
১. পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অন্যান্য কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র দাখিল। ২. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি কর্তৃক সরেজমিন তদন্ত অন্তে: প্রতিবেদন দাখিল। ৩. প্রতিবেদন আবেদনকারীর অনুকূলে হলে লাইসেন্স প্রদান।
|
০২. |
কি কি কাগজপত্র আবশ্যক ? |
ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, লে আউট পল্যান, মৌজা ম্যাপ, খাজনার রশিদ এবং ইউনিয়ন পরিষদের অনাপত্তি।
|
০৩. |
ইট ভাটার লাইসেন্স ফি কত ? |
ফি -৫০০/- টাকা। |
০৪. |
ইট ভাটার লাইসেন্সের নবায়ন ফি কত ? |
নবায়ন ফি- ৫০০/- টাকা (প্রতিবছরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রেক্ষিতে)। |
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ
( বি.আর.টি.এ)
ক্রমিক নং |
প্রশ্ন |
উত্তর |
০১. |
ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়? |
বি.আর.টি.এ শাখা থেকে অথবা যে কোন ফরম স্টেশনারীর দোকান থেকে মূল ফরমের ফটোকপি গ্রহণযোগ্য।
|
০২. |
লাইসেন্স ফি কত ? |
লার্নার লাইসেন্স ফি-২০০/- টাকা।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি-১২৫০/- টাকা।
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি-২০০০/- টাকা।
|
০৩. |
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় ? |
সাধারণত প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়।
|
০৪. |
কি কি কাগজপত্র আবশ্যক ? |
নির্ধারিত ফরমে আবেদন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/ এসএসসি সাটিফিকেট/ জন্মসনদ, নাগরিক সনদপত্র, রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ, ছবি পাসপোর্ট সাইজ ২ টি এবং স্ট্যাম্প সাইজ ৪ টি।
|
০৫. |
লাইসেন্স নবায়ন ফি কত ? |
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি- ১০০০/- টাকা। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি- ১৭৫০/- টাকা।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস