Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুরাকীর্তি সম্পর্কিত



নিজনান্দুয়ালী শিব- মন্দির

নিজনান্দুয়ালী শিব - মন্দির ইংরেজি ১৭৩৩ সালে নির্মিত হয়। শিব ভক্ত কৃষ্ণচন্দ্র দাশ এ মন্দির নির্মাণ করেন। মন্দিরটি এখনো মোঘল স্থাপত্যের স্মৃতি বহন করে চলছে।


শ্রীপুর জমিদার বাড়ি

(সারদা পাল চৌধুরী বাড়ি)

মুঘল আমলে রাজা সীতারাম রায় কর্তৃক এখানে একটি কাচারি বাড়ি নির্মিত হয়। পরবর্তীতে প্রভাবশালী জমিদার সারদা পাল চৌধুরী প্রাসাদ সমতুল্য নয়নাভিরাম এই জমিদার বাড়িটি নির্মাণ করেন।

কবি কাদের নেওয়াজ পাঠগার

কবি কাজী কাদের নেওয়াজ 1909 সালে পশ্চিম বাংলার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করলে ও 1952 সাল হতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে মুঘল ঐতিহ্যের প্রখ্যাত কবি কাজী বাসস্থান যা সাহিত্যপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ।

বৌদ্ধবিহার (ভাতের ভিটা)

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের টিলা গ্রামে প্রাচীন বৌদ্ধবিহার – এর ধ্বাংশাবশেষ রয়েছে। এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণ করছে।

ছান্দড়া জমিদার বাড়ি

মাগুরা জেলার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে অবস্থিত বাড়িটি মুঘল আমলের প্রথমার্ধে নির্মিত হয়। এলাকায় জনশ্রুতি আছে যে, এ অঞ্চলের মধ্যে ছান্দড়ার জমিদার বাড়িটির ধ্বংশাবশেষ এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে।

তারাউজিয়াল মিয়া বাড়ি মসজিদ

শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের জমিদার রতন মিয়ার বাড়ীতে স্থাপিত সৌন্দর্যমন্ডিত মসজিদটি এলাকায় মিয়া বাড়ী মসজিদ হিসেবে পরিচিত। এ মসজিদটি প্রায় শত বছরের পুরাতন। বতমানে এ মসজিদটি তার উত্তরসূরিরা সংস্কার করে আধুনিকায়ন করেছে।

কবি ফররুখ আহমদ এর বাড়ি

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর স্মৃতি বিজড়িত বাড়ি ও কবরস্থান শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে অবস্থিত যা সাহিত্যপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ।