খেলাধূলা ও বিনোদন
খেলাধূলা ও বিনোদন |
প্রতিটি জনপদেই মানুষ তার ঐতিহাসিক ধারাবাহিকতার মাধ্যমে তার অতীত সমাজজীবন থেকে নানা ধরণের ক্রীড়ার বহুমাত্রিক অনুশীলনের ধারা বহন করে থাকে। ঠিক যেন রিলে রেসের কাঠি যোগানো ও এগিয়ে চলার মত। স্বাভাবিকভাবেই মাগুরা জেলার জনসমাজ এই ধারা থেকে বিচ্ছিন্ন নয়। মাগুরা জেলার সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাথে এই জেলার ক্রীড়া ঐতিহ্য যুক্ত হয়ে আছে। তবে এর আগে জেলার লিখিত ক্রীড়ার ইতিহাস খুজে পাওয়া যায় না। মাগুরা জেলার ক্রীড়া ইতিহাস অতি সম্প্রতি কালের। সম্প্রতিকালের ক্রীড়া ইতিহাসের একটি সংক্ষিপ্ত রূপরেখার মাঝ দিয়েই ফুটে উঠবে এই জনপদের ক্রীড়া এবং ক্রীড়াঙ্গনের ইতিকথা। খেলাধুলা ও বিনোদন ক্রীড়াঙ্গনে মাগুরার রয়েছে যথেষ্ট সুনাম ও গৌরব। মাগুরার আপামর জনগণ ক্রিকেট, ফুটবল, ভলিবল, হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলায় মুখরিত করে রাখে। মাগুরায় রয়েছে অনাথ বন্ধু শিকদার ( ভোলা) , অধ্যাপক কাজী সাইফুজ্জামান (মন্নু), আবু জোহা পিকুল, খবির আহমেদ , সৈয়দ নাজমুল হাসান লোভন, অরূপ কুমার বৈদ্য এর মত স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব। বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ী এ জেলাতে। জাতীয় পর্যায়ের শ্যুটার ‘স্বর্ণবিদ্যা’ শারমীন আক্তার রত্না, তায়কোয়ান্দো খেলোয়ার শাম্মী আকতার এবং জাতীয় ফুটবল দলের সাবেক। অধিনায়ক মেহেদী হাসান উজ্জ্বল এই জেলার সন্তান। গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডে নাম লেখানো ফুটবল জাদুকর আব্দুল হালিমের জন্মস্থান এই মাগুরা জেলায়। ক্রিকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর জন্মস্থান মাগুরাতে প্রতি বছর অনূর্ধ্ব ১৪, ১৬, ১৭, ও ১৯ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া জেলার স্কুল দলসমূহের মধ্যে নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্ত:জেলা ক্রিকেট টুর্নামেন্ট মাগুরা জেলা দল নিয়মিত অংশগ্রহণ করে থাকে। ফুটবল ফুটবল মাগুরা জেলার অন্যতম জনপ্রিয় খেলা। প্রতিবছর এ জেলাতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া মাগুরা জেলা ফুটবল দল দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। স্বাধীনতার পর থেকে মাগুরার উল্লেখযোগ্য কয়েকজন ফুটবল খেলোয়াড় হলেন অনাথ বন্ধু শিকদার, অধ্যাপক কাজী সাইফুজ্জামান, মোঃ খবির আহমেদ, সৈয়দ নাজমুল হাসান লোভন প্রমুখ। প্রমিলা হকি মাগুরা সরকারি বালিকা শিশু পরিবারের সদস্যরা নিয়মিত হকি খেলে থাকে। প্রতি বছর অনুষ্ঠিত যুব গেমসে প্রমিলা হকির ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে যেখানে মাগুরার প্রমিলা খেলোয়াড়রা ও অংশগ্রহণ করে। কাবাডি মাগুরা জেলার ঐতিহ্যবাহী খেলা হলো কাবাডি যা স্থানীয়ভাবে হাডুডু হিসেবে পরিচিত। জমিদারি আমল থেকে বিভিন্ন উৎসবকে ঘিরে এই খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস