Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

মাগুরা জেলার ভৌগোলিক অবস্থান:

১. অবস্থান

মাগুরা জেলা  মাগুরা ২৩ ডিগ্রী ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রী ২৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। এ জেলার উত্তরে রাজবাড়ী, দক্ষিণে যশোর ও নড়াইল, পূর্বে নড়াইল ও ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা অবস্থিত। মাগুরা জেলা সমুদ্র সমতল হতে ২৬ ফুট উচ্চে অবস্থিত। মাগুরা খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

২. আয়তন  

মাগুরা জেলার মোট আয়তন ১০৪৯ বর্গ কি: মি:। জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৭৮৭ জন।

৩. ভূ-প্রকৃতি

মাগুরা বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অত্মর্গত জেলা। মাগুরা জেলার ভূতাত্ত্বিক যুগে অর্থাৎ সত্তর হাজার বছর

আগে সৃষ্ঠি হয়েছে। মূলত পক্ষ নদীর পলি সঞ্চয়নের দ্বারা এ বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছিল।

৪. ভূ-তাত্ত্বিক গঠন

মাগুরা জেলার পূর্ব অঞ্চল ব্যতিত প্রায় সমগ্র অংশ সমান উচ্চতা বিশিষ্ট। ৪র্থ মহাযুগীয় পলল সঞ্চয় দ্বারা মাগুরা জেলা গঠিত। এ জেলার মৃত্তিকার পর্যালোচনায় দেখা যায় উপরের অংশ কাদা পলি এবং শুষ্ক পলি রয়েছে। এ অংশে ৫০ ফুট হতে ১৫০ ফুট পর্যন্ত গভীর। পরবর্তী অংশে শুষ্ক পলির সাথে মধ্যমাকৃতির মোটা বালিকনা রয়েছে। মাগুরা জেলায় সমভূমি গঠনে পদ্মা এবং তার দুটি প্রধান শাখা নদী মাথা ভাঙ্গা এবং গড়াই/মধুমতির বিশেষ অবদান রেখেছে।

 ৫. নৃ-তাত্ত্বিক

মাগুরায় বসবাসরত জনগোষ্ঠির তেমন সৃস্পষ্ট নৃতাত্ত্বিক পরিচয় পাওয়া যায় না। ধারণা করা হয় এখানকার জনগোষ্ঠি প্রাচিন দ্রাবিড়, মঙ্গোলীয়, অস্ট্রালয়েড জনগোষ্ঠীর মিশ্রণে সৃষ্টি হয়েছে।

৬. নদ-নদী

মধুমতি, গড়াই, কুমার, নবগঙ্গা, চিত্রা এবং ফটকী ০৬টি মাগুরার প্রধান নদী। পূর্বে এ জেলায় নৌকা ও জাহাজে করে দেশী ও বিদেশী পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানী করা হতো। সে সময় কানায় কানায় পরিপূর্ণ নদী ব্যবসা বানিজ্যের অন্যতম প্রধান মাধ্যম ছিল যা এখনো অব্যাহত আছে।

৭. মৃত্তিকা

পদ্মা ও তার শাখা নদী দ্বারা বাহিত হিমালয় পর্বতের পলল দ্বারা মাগুরার মৃত্তিকার উপরের অংশ সূক্ষ্ম বালুকণা পলি এবং কাদা দ্বারা গঠিত। এর নীচের সত্মর অপেক্ষাকৃত মোটা বালুকণা দ্বারা সমৃদ্ধ। মৃত্তিকার গুণাগুণ ও বৈশিষ্ট্য এবং আদি শিলার উপর ভিত্তি করে মাগুরা জেলার মৃত্তিকাকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ-

ক) প্লাবন ভূমির চুনযুক্ত গাঢ় ধূসর মৃত্তিকা যা জেলার পূর্বাঞ্চলে দেখা যায়।

খ) প্লাবন ভূমির চুনযুক্ত বাদামী মৃত্তিকা যা জেলার পশ্চিমভাবে দেখা যায়।

গ) পিট মৃত্তিকা যা জেলার নিম্ন অঞ্চলে দেখা যায়।

৮. জলবায়ু  

মাগুরার জলবায়ু সমভাবাপন্ন। এখানকার শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে এ জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং তখন সর্বাধিক আর্দ্রতা পরিলক্ষিত হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। মাঝে মধ্যে নভেম্বর-ডিসেম্বরে এখানে বঙ্গোপসাগর থেকে আগত ঘুর্ণিঝড়ের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে কাল বৈশাখির প্রভাব এখানে স্পষ্ট।

৯. প্রাকৃতিক দুর্যোগ     

উপকূলীয় অঞ্চলের কাছাকাছি হওয়ায় মাগুরা জেলা বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছে। সিডর, আম্পান, নার্গিস, আইলাসহ আরো অনেক ঘূর্ণিঝড়ে মাগুরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এ জেলায় বিভিন্ন সময়ে প্রলয়ংকারী বন্যা হানা দিয়েছে।  

১০। বিবিধ

বৃক্ষরাজি পরিবেষ্টিত মাগুরা জেলার প্রায় সকল ভূমিই ব্যবহার উপযোগী। আবহাওয়া নাতিশীতোষ্ণ ও আরামদায়ক।