Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

   

একটি জেলার স্বাতন্ত্র্য ও সম্ভবনাসমূহকে বিকশিত করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন ও তা অব্যাহত রাখা জেলা প্রশাসনের অন্যতম অভিলক্ষ্য। সাহিত্য-সংস্কৃতি, কৃষি, খেলাধুলা এবং তথ্য-প্রযুক্তির অপার সম্ভাবনার এই জেলা মাগুরা। এখানেই জন্মগ্রহণ করেছেন কবি ফররুখ আহমদ, ডা. লুৎফর রহমান, সৈয়দ আলী আহসান, কাজী কাদের নেওয়াজ এবং প্রখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান এর মতো অনুসরণীয় ব্যক্তিত্ব। ঐতিহাসিক কাত্যায়নী পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে মুখরিত সকল ধর্মের সৌহার্দ্যপূর্ণ শান্ত ও সমৃদ্ধ এই মাগুরা জেলা।

   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের “সোনার বাংলা” এর অপূর্ব প্রতিরূপ এই মাগুরা জেলার শস্য-ভরা ক্ষেত, বাঁওড় ও নদ-নদী দেখলেই অনুভব করা যায়। এজন্যই এ জেলার ব্রান্ডিং এর স্লোগান নির্ধারণ করা হয়েছে “শস্যে ভরা, বাঁওড়ে ঘেরা, মোহনীয় মাগুরা”। কৃষি পণ্যের সম্ভার মাগুরা জেলা ধান, সরিষা, শাক-সবজি ও ফল-মূল বিশেষভাবে লিচু এবং মধু ব্যাপকভাবে উৎপাদনের মাধ্যমে জাতীয় কৃষি-অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।

   

খেলাধুলায় মাগুরা জেলার বিশেষ অবদান রয়েছে। আয়তনে অনেক ছোট জেলা হওয়া সত্ত্বেও এই মাগুরা জেলা থেকেই উঠে এসেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, মহিলা সাফ জয়ী ফুটবলার সাথী বিশ্বাস এবং ইতি রাণীর মত খেলোয়ার, যাদের মাধ্যমে আরও তরুণ-তরুণীরা উদ্বুদ্ধ হচ্ছে এবং বিশ্ব-পরিসরে খেলার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। এছাড়া বিভাগীয় পর্যায়েও এ জেলার নারী ফুটবলাররা সুনাম অর্জন করেছে।

   

তথ্য প্রযুক্তির এ যুগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‌'ডিজিটাল বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে মাগুরা জেলাকে ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা ও জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ার পৌছে দেওয়ার প্রয়াসে এই ওয়েব পোর্টালটি চালু করা হয়েছিলো। ওয়েব সাইটের মাধ্যমে সরকারের বিভিন্ন জনগুরত্বপূর্ণ তথ্য ও পদক্ষেপসমূহ তড়িৎ গতিতে প্রচার করা সম্ভব হচ্ছে। এই ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য হলো জনগণের সেবাদানে এ কার্যালয়ের ভূমিকা এবং সুবিধা ইলেক্ট্রনিকস পদ্ধতিতে দ্রুত জানিয়ে দেওয়া। এর ফলে মাগুরা জেলার জনসাধারণসহ বিশ্বের যে কোন স্থান থেকে যে কেউ তাদের চাহিদা মোতাবেক জেলা প্রশাসনের এবং মাগুরা জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবে। ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ওয়েবসাইটটি আরও বেশি সমৃদ্ধকরণ ও আরও বেশি সেবা ডিজিটাল উপায়ে যুক্ত করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সরকারের এজেন্ডা অনুযায়ী “Smart Bangladesh” বিনির্মাণের প্রচেষ্টা অব্যহত থাকবে।

   

জেলা প্রশাসন তথা মাগুরার সার্বিক উন্নয়নে আপনাদের যে কোন মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকব্যাধি প্রতিরোধ ও অন্যান্য দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। প্রজন্মের এই মেলবন্ধনে “Demographic Dividend” কে কাজে লাগিয়ে মাগুরাবাসীর সার্বিক উন্নয়ন এবং এর মাধ্যমে জাতীয় উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো বলে আমরা সংকল্পবদ্ধ।

   

মোহাম্মদ আবু নাসের বেগ

জেলা প্রশাসক

মাগুরা।