Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Expatriate Welfare Cell
Details

প্রবাসী কল্যাণ শাখা জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা


Citizen Service

জেলার নাম : মাগুরা
ভিশন : জনগনের দোরগোড়ায় সেবা
মিশন :  ঝামেলামুক্ত, দ্রুত ও স্বল্প ব্যয়ে জনসেবা নিশ্চিত করা

প্রবাসী কল্যাণ শাখা

 

সেবার নাম

সংশ্লিষ্ট আইন ও বিধি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার প্রাপ্তির ব্যয়

সেবা প্রাপ্তির সময়

ফোকাল পয়েন্ট

প্রবাসীদের বৈবাহিক সনদ প্রদান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্র

Ø  ২৫০ টাকার স্ট্যাম্পে নোটারী পাবলিক কর্তৃক ঘোষণাপত্র

৭০০ টাকার ট্রেজারি চালান

তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ৭ দিন

ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রবাসী কল্যাণ

বিদেশেজনশক্তিপ্রেরণে সহায়তা প্রদান

সরকারি নির্দেশমালা

Ø  নাগরিকত্বের সনদ

Ø  শিক্ষাগত যোগ্যতার সনদ

Ø  পাসপোর্ট

ফিস মুক্ত

তাৎক্ষনিক

প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আদম ব্যবসায়ীদের প্রতারণা বিষয়ে তদন্ত

সরকারি নির্দেশমালা

Ø  আবেদন, ছবি

Ø  অংগীকারনামা

Ø  নাগরিকত্বের সনদ, পাসপোর্ট

ফিস মুক্ত

তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর হতে ৭দিন

 

তথ্য অভিযোগ শাখা

 

সেবার নাম

সংশ্লিষ্ট আইন ও বিধি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার প্রাপ্তির ব্যয়

সেবা প্রাপ্তির সময়

ফোকাল পয়েন্ট

তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রাপ্তির আবেদন গ্রহণ ও নিষ্পত্তিকরণ

তথ্য অধিকার আইন, ২০০৯

Ø  ৫.০০ টাকার কোর্ট ফিসহ নির্ধারিত আবেদনপত্র

প্রতি পৃষ্ঠার ফটোকপির মূল্য-২ টাকা

আবেদন করার ২০/৩০ দিন পর

তথ্য অভিযোগ শাখা

যেকোন বিষয়ে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ

সংশ্লিষ্ট আইন ও বিধি

Ø  সাদা কাগজে লিখিত সুস্পষ্ট অভিযোগ ও এর সমর্থনে কাগজপত্র

৫.০০ টাকার কোর্ট ফিসহ

তদন্ত প্রতিবেদন পাবার ১৫দিন পর


Current Project

নিরাপদ অভিবাসন চাই

দেশ গড়তে বিদেশে যাই

 

বিদেশে যাবার আগে ভেবে সিদ্ধান্ত নিন:

   বিদেশে চাকুরী নিয়ে যাবার আগে বিভিন্ন দেশের চাকুরির বাজার ও সুযোগ সুবিধা যাচাই করুন।

   বিদেশ যাবার সম্ভাব্য খরচ, এই টাকা কিভাবে যোগাড় করবেন, বিদেশে চাকুরী করে কত দিনে এই টাকা তুলে আনতে পারবেন এবং ঐ সময়ে আপনার পরিবার কিভাবে চলবে তা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

   সমপরিমাণ টাকা দেশে কোন ব্যবসায় খালালে একই সময়ে তাবিদেশের তুলনায় লাভজনক কিনা বিবেচনা করুন।

   বিদেশে যে কাজ করবেন তার জন্য আপনার মানসিক প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা আছে কিনা তা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান:

  প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে আপনার বেতন হবে দ্বিগুণ। যেসব প্রতিষ্ঠান আপনার এলাকায় প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করুন।প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা-বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার(টিটিসি) দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন- ০২-৯০০০১৮৪।ডিসি মাগুরা ওয়েবসাইটেও (www.dcmagura.gov.bd) আপনি বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারের ঠিকানা পেতে পারেন।

লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান:

   একমাত্র লাইসেন্সধারীরিক্রুটিং এজেন্সিই পারে আপনারকে বৈধভাবে বিদেশে পাঠাতে। লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির ঠিকানা সম্বলিত তালিকা বিএমইটি(BMET)অফিস থেকে সংগ্রহ  করুন।

   দালাল শুধু মধ্যস্থতাকরে। কোন দালাল বা সাব এজেন্টের মধ্যস্থতা নিলে লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির সাথে তাদের সম্পর্ক অবশ্যই যাচাই করে দেখুন।

   আত্মীয় অথবা বন্ধুর মাধ্যমে ভিসা সংগ্রহ করলে আপননি সরাসরি বিএমইটি অফিসে উপস্থিত হয়ে রিক্রুটিং এজেন্সিকে কোন ফি না দিয়ে নিজে নিজেই বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করতে পারবেন।

প্রতিটি লেনদেনে টাকার রশিদ বুঝে নিন:

   প্রতিটি লেনদেনের ক্ষেত্রে লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টাকার রশিদবুঝে নিন এবং দুইজন বিশ্বস্ত সাক্ষীর সই নিন। টাকার রশিদে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বর ও ঠিকানা আছে কিনা অবশ্যই দেখে নিন।

 

নির্ধারিত মেডিকেল সেন্টার এর মাধ্যমে মেডিকেল টেস্ট কুরন :

   গন্তব্য দেশের এম্বাসি কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার এর মাধ্যমে মেডিকেল টেস্ট করুন।

 

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র নিন:

   কাজ নিয়ে বিদেশ যেতে বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র অবশ্যই নতে হবে। এই ছাড়পত্র না থাকলে আপনি অবৈধ বলে বিবেচিত হবেন। কোন সমস্যায় পড়লে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবেন।

 

চাকুরী শর্ত/ওয়ার্ক পারমিট ভালভাবে বুঝে নিন :

   বিদেশ যাবার আগে আপনার ওয়ার্ক পারমিট অনুযায়ী বেতন-ভাতা, আহার, বাসস্থান, ছুটি, ওভারটাইম,চিকিৎসা ইত্যাদির কি ব্যবস্থা তা ভালভাবে জেনে ও বুঝে চুক্তিপত্রে স্বাক্ষর করুন। চুক্তিপত্রের একটি সত্যায়িত ফটোকপি আপনার সাথে রাখুন।

 

দু’টি ব্যাংক একাউন্ট খুলুন :

   বিদেশ যাবার আগে দু’টি ব্যাংক একাউন্ট খুলুন। একটি সংসার খরচের জন্য নিজের ও পরিবারের নির্ভরযোগ্য কোন সদস্যের সাথে যুক্ত নামে। আরেকটি ভবিষ্যৎ আয়ের পথ গড়তে সঞ্চয় ও বিনিয়োগের জন্য শুধুনিজের নামে।

   আপনার একাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য (প্রেরণ ও প্রাপকের নাম, ঠিকানা, ব্যাংকের নাম, শাখাির নাম ও ঠিকানা, একাউন্টের নামও নম্বর এবং নমুনা স্বাক্ষর) শুদ্ধভাবে লিখে আপনার সাথে রাখুন।

হুন্ডি করে টাকা পাঠাবেন না :

   হুন্ডি করে টাকা পাঠানো অবৈধ। হুন্ডি করে পাঠানো আপনার রেমিটেন্স নিয়ে বাংলাদেশে মাদক, নোংরা ছবি আর অস্ত্র আমদানি হয়।

   ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেশের উপকার হয় এবং তা আয়কর মুক্ত। রেমিটেন্স এর বিপরীতের আপনি স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন।

প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সাথে আছে কিনা যাচাই করুন:

   ভিসা সিলসহ পাসর্পোট

   রেজিস্ট্রেশন কার্ড(আই ডি কার্ড)

   মেডিকেল টেস্ট সার্টিফিকেট

   বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র

   চাকুরী শর্ত/চুক্তি এবং ওয়ার্ক পারমিট

   বিএমইটি’র ব্রিফিং বুকলেট

   টিকেট এবং পূরণকৃত এমবারকেশন কার্ড

   চাকুরীদতার ঠিকানা

   ঐ দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসির ঠিকানা

প্রতারিত হলে অভিযোগ করুন

   বিদেশ যাবার ক্ষেত্রে হয়রানীর শিকার হলে; টাকা দিয়ে বিদেশযেতে না পারলে; বিদেশগিয়ে চাকুরী না পেলে; চুক্তি অনুযায়ী বেতন,  ভাতাও অন্যান্য সুবিধা না পেলে; শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হলে; জেলা প্রশাসনকে অবহিত করুন।         


Duties

প্রবাসী কল্যাণ শাখার কার্যাবলী নিম্নরূপ

(১) বিদেশ গমনকারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান

(২) বিদেশে গমনকারী শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান

(৩) বৈদেশিক চাকুরীতে গমনকারী মহিলা/পুরম্নষ কর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান

(৪) বৈদেশিক চাকুরীতে গমনকারী কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক ধারণা প্রদান

(৫) বিদেশে গমনেচ্ছুকদের বৈধ প্রাইভেট বিক্রটিং এজেন্সীর তালিকা প্রদান

(৬) প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও সমাধানের ব্যবস্থা গ্রহণ

(৭) বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরিত প্রবাসী কর্মীদের অভিযোগ সমাধানে ব্যবস্থা গ্রহণ

(৮) দেশে বসবাসরত প্রবাসীদের পরিবারকে সর্ব প্রকার হয়রানিমূলক কার্যক্রম থেকে রক্ষার জন্য যথাযথ সহায়তা প্রদান

(৯) বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিগন কোন প্রকার দালাল/ প্রাইভেট বিক্রটিং এজেন্সী দ্বারা কোন প্রকার আর্থিক/

সামাজিকভাবে প্রতারিত হলে উক্ত বিষয়ে অভিযোগ গ্রহন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ


Contact
প্রবাসী কল্যাণ শাখা জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা
Others

0


Acting Officer