জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি বিষয়ক কার্যক্রম পরিচালনা ও মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিভিন্ন নির্দেশনা পালন করা এবং জেলা পর্যায়ে সরকারী আই টি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা।
জেলার নাম : মাগুরা
ভিশন : জনগনের দোরগোড়ায় সেবা
মিশন : ঝামেলামুক্ত, দ্রুত ও স্বল্প ব্যয়ে জনসেবা নিশ্চিত করা
সেবার নাম |
সংশ্লিষ্ট আইন ও বিধি |
প্রয়োজনীয় কাগজপত্র |
সেবার প্রাপ্তির ব্যয় |
সেবা প্রাপ্তির সময় |
ফোকাল পয়েন্ট |
ই সেবা কেন্দ্র |
সরকারি নির্দেশনামোতাবেক |
Ø যে কোন আবেদন গ্রহণ Ø দাপ্তরিক পত্র গ্রহণ |
ফি মুক্ত |
তাৎক্ষনিক |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, আই সি টি শাখা
|
ফ্রন্ট ডেস্ক |
সরকারি নির্দেশনামোতাবেক |
Ø সকল নাগরিক |
ফি মুক্ত |
তাৎক্ষনিক |
১। ন্যাশনাল ওয়েব পোর্টালে তথ্য সন্নিবেশ এবং জেলা ও উপজেলা পর্যায়ো প্রশিক্ষণ প্রদান।
২। নেস বাস্তবায়ন ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান।
৩। হাই-টেক পার্কের উপর সেমিনার আয়োজন ।
১. ন্যাশনাল ওয়েব পোর্টাল বাস্তবায়ন ও এর কার্যক্রম পর্যবেক্ষণ করা।
২.ন্যাশনাই ই-সার্ভিস সিস্টেম বাস্তবায়ন ও এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
৩. জেলা পর্যায়ে মাসিক আইসিটি বিষয়ক সভা আহ্বান ও পরিচালনা করা।
৪. জেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা।
৫. জেলা ই-সেবা সেন্টর এর কার্যক্রম নিয়ন্ত্রন করা।
৬. জেলা প্রশাসনের সমস্ত আই টি বিষয়ক কার্যক্রমে সহায়তা প্রদান করা।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS